মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আহত হয়েছে।
আজ সকাল ৯টার সময় মাদারীপুর আছমত আলী খান সেতুর টোল প্লাজায় এশিয়ায় টিভির জেলা প্রতিনিধি ও মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক মাসুদ হোসেন খানের উপর পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলা চালায় কিছু সন্ত্রাসী বাহিনী। স্থানীয় জনগণের সহযোগিতায় প্রথমে মাদারীপুর পানিছত্র কে.আই হাসপাতালে হাসপাতালে পরবর্তীতে সাংবাদিকদের সহায়তায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাংবাদিক মাসুদ হোসেন খান জানান কোনোকিছু বুঝে ওঠার আগেই তার উপরে হামলা হয়, কি এবং কি কারনে তার উপর হামলা হলো জানতে চাইলে মাসুদ হোসেন খান জানান যারা আমার উপর হামলা করেছে তাদের মাঝে একজনকে আমি চিনি এবং তাদের সাথে আমার পূর্ব শত্রুতা রয়েছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে কিংবা থানায় কোন মামলা করেনি।