Top
সর্বশেষ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির স্মারকলিপি

২২ মার্চ, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির স্মারকলিপি
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম :

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমিয়ে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ রেজাউল করিমের হাতে স্মারক লিপি তুলে দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,সাবেক এমপি উমর ফারুক, সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,মোসলেম উদ্দিন মোল্লা দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এ্যাড আশরাফ আলী, এ্যাড,শফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল ,ফেরদৌস সহ জেলা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। স্মারকলিপিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা দেশের মানুষকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার
দাবি জানানো হয়েছে।

পরে জনসাধারনের মাঝে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি ও বর্তমান বাজারদর নিয়ে একটি লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার