Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে টিএসএফ’র বিক্ষোভ মিছিল

২২ মার্চ, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে টিএসএফ’র বিক্ষোভ মিছিল
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি সদর থানা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জয় ত্রিপুরা খুনের প্রতিবাদ জানিয়ে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ। মঙ্গলবার (২২মার্চ) সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি উর্মি ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলি ত্রিপুরার সঞ্চালনায় বক্তৃতা করেন- ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, বালুখালী ইউনিয়নের মহিলা মেম্বার জীবনশ্রী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি শুক্লা ত্রিপুরা, কিল্লা মুড়া ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রূপায়ন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক অঞ্জুলাল ত্রিপুরা।

বক্তারা বলেন- রাঙামাটিতে এর আগে হত্যাকান্ডের মতো অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এর একটাও সুষ্ঠু তদন্ত হয়নি। পাঁচদিন পার হলেও এখনো পর্যন্ত কোনো অপরাধীদের ধরতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হতাশা প্রকাশ করেন বক্তারা।

আইনশৃঙ্খলা বাহিনী কাছে অনুরোধ জানিয়ে বক্তারা আরও বলেন-জয় ত্রিপুরা হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন, রাঙামাটিবাসী আপনাদের মনে রাখবে। হত্যাকারীরা এখনো বেশিদূর যেতে পারেনি। যদি আসামীরা গ্রেফতার না হয় তাহলে লাগাতার কর্মসূচী পালনের জন্য সকল সম্পদায়ের প্রতি আহ্বান জানান বক্তারা।

শেয়ার