সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাঙামাটি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (২২মার্চ) সকালে বিএনপি’র নেতাকর্মীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়ার হাতে এই স্মারকলিপি প্রদান করেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু,সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- বর্তমান বাজারে চাল, ডাল , ভোজ্য তেল, পেঁয়াজ, মরিচ গুঁড়ো দুধ, শাক সবজীসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে অসহায় ক্রেতারা । এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণের অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।