Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

বাবুল আক্তারের হাতের লেখার নমুনা নিল পিবিআই

২২ মার্চ, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
বাবুল আক্তারের হাতের লেখার নমুনা নিল পিবিআই
চট্টগ্রাম প্রতিনিধি: :

কোর্ট পুলিশের উপপরিদর্শক আবছার উদ্দিন রুবেল বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনপর পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে ওনার (বাবুল আকতারের) হাতের লেখা পরীক্ষার অনুমতি দিয়েছেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে ল্যাব পরীক্ষার জন্য ওনার হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়।’

চট্টগ্রামে মিতু হত্যা মামলায় তদন্তকারী সংস্থা পিবিআইকে নিহতের স্বামী ও মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের হাতের লেখা পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।

জেলার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আবদুল হালিম মঙ্গলবার (২২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এই নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের উপপরিদর্শক আবছার উদ্দিন রুবেল বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনপর পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে ওনার (বাবুল আকতারের) হাতের লেখা পরীক্ষার অনুমতি দিয়েছে। এরপর বেলা সাড়ে ১২টার দিকে ল্যাব পরীক্ষার জন্য ওনার হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাবুল আকতারকে আদালতে নেয়া হয় বলে জানান তিনি।

২৫ জানুয়ারি পিবিআই মিতুর বাবা মোশাররফ হোসেনের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এতে ওই মামলায় গ্রেপ্তার আসামি বাবুলসহ অন্যদের অব্যাহতির সুপারিশ করা হয়। ওই মামলায় পাওয়া সব তথ্য-উপাত্ত বাবুল আকতারের করা মামলায় একীভূত করতেও আবেদন জানানো হয়।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

এ ঘটনায় জঙ্গিরা জড়িত দাবি করে বাবুল আকতার মামলা করেন পাঁচলাইশ থানায়। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। হত্যায় ‘বাবুল জড়িত’ বলে সন্দেহ হলে একই দিন মিতুর বাবা মোশাররফ হোসেন আরেকটি হত্যা মামলা করেন। মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়।

পুলিশ এ মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখায়। বাবুলের করা মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি দেন আইনজীবী। আদালত ৩ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেয়। পরে আদালত বাবুলকে নিজের করা মামলাতেই গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

শেয়ার