ফেনী শহরের স্টেশন রোডে ওয়াহিদ মার্কেটে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ওয়াহিদ মার্কেটে জাহাঙ্গীর ইলেকট্রিকের গোড়াউনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।
ফেনীর ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক পূর্ন চন্দ্র জানান, ওয়াহিদ মার্কেটের ইলেকট্রিক, কম্পিউটার সার্ভিসিং, জুতার গোডাউন, কাগজের গুদাম ও চা দোকানসহ মোট ১০টি দোকানের মালামাল আগুনে পুড়ে গেছে। মার্কেটের দোকানিরা খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে কাজ শুরু করে পরে পাশের উপজেলা থেকে আরও দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
তিনি আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে তা জানা যাবে।