Top
সর্বশেষ
বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

পরীক্ষার রুটিন পূণর্বহালের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

২৪ জানুয়ারি, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ
পরীক্ষার রুটিন পূণর্বহালের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা কলেজ প্রতিনিধি :

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষার নতুন রুটিন বাতিল করে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা কলেজের হলপাড়া থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নিউমার্কেট হয়ে নিলক্ষেত ঢাবির গণতন্ত্র তোরণ এর সামনে বক্তব্য দেওয়া হয় এবং মিছিলটি ক্যাম্পাসে এসে সমাপ্ত হয়।

এসময় তারা ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘সিন্ডিকেটের রুটিন মানি না মানবো না’, ‘অবৈধ রুটিন মানি না মানবো না’, ‘বাহালুলের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য মানি না মানবো না’, ‘প্রহসনের রুটিন মানি না মানবো না’ এবং ‘ঢাকা কলেজ আসছে রাজপথ কাপছে’ ইত্যাদি স্লোগান দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক সরকারি সাত কলেজের অনার্স ২য় বর্ষের ১১ ফেব্রুয়ারির পরীক্ষা ২৪ মার্চ এবং মাস্টার্স শেষ বর্ষের ২৮ জানুয়ারির পরীক্ষা ১১ মার্চ এ পিছিয়ে দেয়।

শিক্ষার্থীরা বলেন, এই প্রহসনের রুটিন আমরা মানি না । এটা সাত কলেজের শিক্ষার্থীদের সাথে প্রহসনমূলক আচরণ। তাই এই রুটিন বাতিল করে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা নিতে হবে। প্রয়োজনে শুক্রবারে পরীক্ষা নিতে হবে।

ঢাকা কলেজের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, ঢাবি আমাদের মূল্যায়ন না করলেও আমরা তাদের মূল্যায়ন করি। কিছু দিন পর আমাদের সাত কলেজের ক্যাম্পাসে ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। যদি এই রুটিন সংশোধন না করে তাহলে সাত কলেজের কোন ক্যাম্পাসে ঢাবির ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না।

এম জি

শেয়ার