নওগাঁর সাপাহারে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খালিদ মেহেদী পিএএ।
মতবিনিময় সভায় এ উপজেলার বর্তমান অবস্থা, আম উৎপাদন, শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ডকোমেন্টরি প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: খাতিজা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী প্রমূখ।
এর আগে বেলা সাড়ে ১১টায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অর্থনৈতিকজোন, উপজেলার ভূমিহীন গৃহহীন অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে প্রধান মন্ত্রী’র দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ভিক্ষুক পুণর্বাসনসহ নিজ জমিতে গৃহ, ক্ষুদ্র নৃ-গোষ্টীর নির্মাণাধীন বাড়ী ও বীর মুক্তিযোদ্ধাদের নির্মাণাধীন বাড়ী পরিদর্শন করেন।