এতে প্রধান বক্তা হিসেকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী খান খসরু।
এসময় তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্বও অপরিসীম। কারিগরি শিক্ষা অর্জন করে কেউ বেকার থাকে না।
আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে সকল ধরনের শিক্ষা ব্যবস্থা আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলছেন। তাঁর নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ।
ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নেত্রকোণা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মতিউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী খান খসরু এমপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এবং নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চিন্ময় তালুকদারেরর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মাজারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক ধর গুপ্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী মোর্তজা কামাল, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদস্য অধ্যাপক ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মানিক, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাফিন হাছান প্রমূখ।
এ সময় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।