Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মতলব উত্তরের আ.লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়

২২ মার্চ, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
মতলব উত্তরের আ.লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়
মতলব উত্তর(চাঁদপুর) :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান)।

২২ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

এ সময় তিনি বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার কর্মী। আমরা আওয়ামীলীগ করি। আমাদের নিজের মধ্যে কোন কোন্দল চাইনা। আমরা চাই শান্তি। শান্তির লক্ষে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মতলবের মানুষ শান্তিপ্রিয়, কোন সন্ত্রাস, মাদক, চাঁদাবাজকে পছন্দ করেনা। শেখ হাসিনা এমনই একজন নেত্রী, তাঁর মতো আর দ্বিতীয় কেউ নাই। তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশে উন্নয়ন হবেই হবে। তাই দেশের উন্নয়নের সার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন – সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আজিম পাঠান স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শরীফ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মেম্বার, আওয়মীলীগ নেতা রফিকুল ইসলাম, আব্দুল হক, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, ছেংগারচর পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, যুবলীগ নেতা নূরে আলম মুরাদ, সাইদুল ইসলাম টিপু খান, লেলিন খান, শাহাদাত হোসেন খান, ইউপি সদস্য বাচ্চু মিয়া, মনির হোসেন, মো. হালিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মিয়া’সহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার