রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে এবং সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নান এর সঞ্চালনায় এসময় রাঙামাটি সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান দূর্গেশ^র চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়ারবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুর্দ্ধ-১৬ ফুটবল খেলায় সাপছড়ি ইউনিয়ন বনাম বন্ধুকভাঙা ইউনিয়ন মুখোমুখি লড়ায়ে অবতীর্ণ হয়।
এইবারের টুর্নামেন্টে অনুর্দ্ধ-১৬ বালক ফুটবল খেলায় ৬টি ইউনিয়ন এবং হ্যান্ডবল বালিকা অনুর্দ্ধ-১৬ টুর্নামেন্টে ৪টি দল অংশ নিয়েছে।