Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্টিত

২৩ মার্চ, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্টিত
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পরিষদ মুক্তমঞ্চে গতকাল মঙ্গলবার মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ থেকে ২৩ মার্চ সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান মালায় মঙ্গলবার ছিলো মুক্তিযোদ্ধা সমাবেশ। সকালে মুক্তিযোদ্ধাগণ উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ও পরবর্তিতে মত্যুবরণকারী মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) শ্যমানন্দ কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, জেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও কামানা যুদ্ধে আহত বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযাদ্ধা রেজাউর রহমান, মাগুরা সদর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্সী আবদুর রউফ, শ্রীপুর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, মহম্মদপুর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবদুল হাই, শালিখা উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকী।

শেয়ার