মঙ্গলবার বিকালে মাগুরার সদর, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ওইসকল চেয়ারম্যান স্বাক্ষরিত স্মারকলিপিটি মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামানের কার্যালয়ে পেশ করা হয়।
এ সময় হুমাউনুর রশিদ মুহিত, আশরাফুল আলম, মো. আব্দুল হালিম মোল্যা, কবির হোসেন, শিকদার মিজানুর রহমান, সৈয়দ রফিকুল ইসলাম, পান্না খাতুন, আব্দুস সবুরসহ অন্তত ১০ জন ইউপি চেয়ারম্যান উপস্থিত থেকে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে তারা পুলিশের হাতে আটক ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটিকে মিথ্যা অভিহিত করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়েছেন।
গত ৭ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউপি সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য কাজী আবদুর রউফের মধ্যে বিরোধের জেরে খুন হয় রাজু নামে এক কলেজ ছাত্র।
ওই ঘটনায় শ্রীপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মসিয়ার রহমানকে প্রধান আসামী করে নিহত রাজুর বাবা আকতার হোসেন শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। যে মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনার পরদিন মসিয়ার রহমানকে আটক করে আদালতে সোপর্দ করে। বর্মানে তিনি মাগুরা কারাগারে আটক রয়েছে।