Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

হত্যা মামলায় হুকুমের আসামী ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবী

২৩ মার্চ, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
হত্যা মামলায় হুকুমের আসামী ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবী
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসামী পুলিশের হাতে গ্রেফতার শ্রীপুর সদর ইউনিয়েনের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মসিয়ার রহমানের মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে মাগুরার ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান।

মঙ্গলবার বিকালে মাগুরার সদর, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ওইসকল চেয়ারম্যান স্বাক্ষরিত স্মারকলিপিটি মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামানের কার্যালয়ে পেশ করা হয়।

এ সময় হুমাউনুর রশিদ মুহিত, আশরাফুল আলম, মো. আব্দুল হালিম মোল্যা, কবির হোসেন, শিকদার মিজানুর রহমান, সৈয়দ রফিকুল ইসলাম, পান্না খাতুন, আব্দুস সবুরসহ অন্তত ১০ জন ইউপি চেয়ারম্যান উপস্থিত থেকে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে তারা পুলিশের হাতে আটক ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটিকে মিথ্যা অভিহিত করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়েছেন।

গত ৭ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউপি সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য কাজী আবদুর রউফের মধ্যে বিরোধের জেরে খুন হয় রাজু নামে এক কলেজ ছাত্র।

ওই ঘটনায় শ্রীপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মসিয়ার রহমানকে প্রধান আসামী করে নিহত রাজুর বাবা আকতার হোসেন শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। যে মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনার পরদিন মসিয়ার রহমানকে আটক করে আদালতে সোপর্দ করে। বর্মানে তিনি মাগুরা কারাগারে আটক রয়েছে।

শেয়ার