Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

পাংশায় সহপাঠী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

২৩ মার্চ, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
পাংশায় সহপাঠী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের সাধারন শিক্ষার্থীরা মেধাবী ছাত্র মোঃ সাজিদুর রহমান (সিফাত) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে।

বুধবার (২৩ মার্চ) সকালে পাংশা সরকারি কলেজ মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে একটি র‍্যালি বের করে কালিবাড়ী মোড় হয়ে আবার কলেজ মাঠে এসে শেষ হয়।

মানবন্ধন চলাকালে নিহত সিফাতের হত্যাকারীদের গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তির দাবি জানান সহপাঠীরা। তারা বলেন, এভাবে যেন সিফাতের মত আর কাওকে জীবন দিতে না হয়। এসময় সিফাত হত্যার বিচার দ্রুত কার্যকর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গতবারের ১২ জানুয়ারি স্থানীয় সন্ত্রাসীরা মেধাবী ছাত্র সিফাতকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরতর আঘাত করে। পরে ১৩ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন সিফাত। ১৫ জানুয়ারি পাংশা মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

শেয়ার