Top
সর্বশেষ

পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক নির্বাচন, সভাপতি লতিফ সম্পাদক আকবর

২৩ মার্চ, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক নির্বাচন, সভাপতি লতিফ সম্পাদক আকবর
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় :

পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (২৬৪) ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) রাতে নির্বাচনে সভাপতি পদে আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক পদে মো. আকবর আলী নির্বাচিত হয়েছেন।

অন্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে খয়রুল ইসলাম, সহ-সভাপতি পদে নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন, সহ সাধারণ পদে জাহাঙ্গীর আলম, সাংগঠনিক পদে মনিরুজ্জামান মুকুল, সড়ক সম্পাদক পদে সারোয়ার হোসেন, সহ-সড়ক সম্পাদক তাজিমুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আব্দুস সাত্তার দুলাল, দপ্তর সম্পাদক পদে রাজু, প্রচার সম্পাদক পদে জহিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে আব্দুল লতিফ, সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল ইসলাম এবং কার্যকরী সম্পাদক পদে আইনুল হক, আব্দুল জলিল ও সুপিয়ার রহমান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট এবং সদস্য সচিব পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম রাতেই ভোটে ও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে ৭টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদকসহ ৮টি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত হন। নির্বাচনে ৮ হাজার ১৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

শেয়ার