Top
সর্বশেষ

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ল মজনুর কপাল

২৪ মার্চ, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ল মজনুর কপাল
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে বসতবাড়ি। ক্ষতি হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।

বুধবার(২৩ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার রমনা ইউনিয়নের পশ্চিম খরখরিয়া এলাকায় মজনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে।

মজনু মিয়া বলেন, একটি বসতঘরসহ ১টি ফ্রিজ, টিভি ,সেলাই মেশিন, ও ঘরের আসবাবপত্র সহ প্রায় ২লাখ ৫০ হাজার টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে।

চিলমারী ফয়ার সার্ভিস বিভাগের ইনচার্জ খোবরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ,এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়।

এবিষয়ে রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আঁশেক আকাঁ বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি। তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

শেয়ার