কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বেরুবাড়ী ইউনিয়নের মুকুলের ঘাটের এই সড়কে ২০ বছর ধরে একটি সেতু এবং সড়কের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের কয়েক লাখ মানুষ। উন্নয়ন বঞ্চনার শিকার অসহায় মানুষ ঘুরছেন জনপ্রতিনিধি ও সরকারি দফতরের দ্বারে দ্বারে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ এই পথে যাতায়াত করে ৫টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। পারাপার ব্যবস্থা এমন হওয়ায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। বিশেষ করে কৃষি প্রধান এই এলাকার কৃষকরাও পড়েছে বিপাকে। জমিতে কষ্টে ফলানো ফসলের ন্যায্য মূল্য পান না পরিবহন ব্যবস্থা না থাকায়। গর্ভবতী রোগী নিয়ে পড়তে হয় চরম বিপাকে। ঘটে নানান দুর্ঘটনা।
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, এই সাঁকো দিয়ে এখন অনেক দুর্ভোগ সহ্য করে পার হতে হয়। কিন্তু বন্যার সময় এই সাঁকো এবং রাস্তা দিয়ে যাতায়াত করা অনুপোযোগী হয়ে পড়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বন্যার সময় যাতায়াত না করতে পেরে নিয়মিত ক্লাস করতে পারে না।
এলাকাবাসী বলছে, ২০ বছর থেকে এই সেতুটির বেহাল দশা। বন্যার সময় কোন ভাবেই যাতায়াত করা যায় না। জরুরি রোগী হাসপাতালে নিয়ে যেতে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। কষ্ট করে জমিতে ফসল ফলাই সেটার দামও পাই না পরিবহন ব্যবস্থা না থাকায়। যত দ্রুত সম্ভব এই সেতু এবং সড়কটি নির্মাণের দাবি এলাকাবাসীর।
সরেজমিনে দেখা যায়, নদীর উপর একটি বাঁশ দিয়ে তৈরি সাঁকোর উপর দিয়ে চলছে গাড়ী।পারাপার হচ্ছে মানুষ। ছোট ছোট শিশুরা যাচ্ছে স্কুলে। সাঁকোটি বিপদজনক হওয়ায় ঘোড়ার গাড়ীগুলো চলছে পানি দিয়ে। বাশের সাঁকোয় পায়ে হাটা ঝুঁকিপূর্ণ তাই এমন অবস্থা।
বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সোলাইমান আলী বলেন, এই সাঁকোটি ইউনিয়ন পরিষদের সহযোগী আর এলাকাবাসীর চাঁদায় প্রত্যেক বছর মেরামত করা হয়। দূর্ঘটনার ভয়ে চলাচল করতে পারে না পণ্যবাহী যানবাহন। একাধিক বার মাপ-জোখ হলেও বাস্তবায়ন হয়নি এখনো। সেতুটির এমন বেহাল দশার কারণে মাঝে মাঝেই ঘটে দূর্ঘটনা।
নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আসিফ ইকবাল রাজিব জানান, বেরুবাড়ীর মুকুলের ঘাটের সড়ক এবং সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের কাছে সেতুটি নির্মাণে আবেদন করা হয়েছিল কিন্তু বরাদ্দ মেলেনি। দ্রুত সেতুটি নির্মাণে চেষ্টা চলছে।
এনজে