Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

স্ত্রীকে হত্যার ২২ বছর পর আসামী গ্রেপ্তার

২৪ মার্চ, ২০২২ ২:২৩ অপরাহ্ণ
স্ত্রীকে হত্যার ২২ বছর পর আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :

২০০০ সালে মো. আনোয়ার হোসেন তার দ্বিতীয় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগমকে (২৫) পারিবারিক কলহের জের ধরে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই দিনাজপুরের বাসিন্দা আনোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় করা একটি মামলায় ২০০৫ সালে আনোয়ারকে স্ত্রীর হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকে পলাতক থাকা আনোয়ারকে গত ২২ বছরেও গ্রেপ্তার করতে পারেন পুলিশ।

বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে ১২টায় এটিইউ ও দিনাজপুর জেলা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর খিলক্ষেত বড়ুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার আনোয়ার ২০০০ সালে তার দ্বিতীয় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগমকে (২৫) হত্যা করে পালিয়ে যান। ২০০৫ সালে হত্যা মামলার রায়ে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। তিনি দীর্ঘ ২২ বছর ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। যার মধ্যে বিচারাধীন সময় পাঁচ বছর ও রায় ঘোষণার পর ১৭ বছর। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকায় নাম-পরিচয় গোপন করে একটি টিম্বারস মিলে কাজ করতেন। তার বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

শেয়ার