Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ভিক্ষা করে জমানো লাখ টাকা আগুনে পুড়ে ছাই

২৪ মার্চ, ২০২২ ২:২৮ অপরাহ্ণ
ভিক্ষা করে জমানো লাখ টাকা আগুনে পুড়ে ছাই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের দারাবাজ-গাবতলা গ্রামের আরিফ হোসেনের স্ত্রী নাজিরন বেগম। স্বামীর দুই স্ত্রী হওয়াতে অভাব-অনটনে সংসার কাটে নাজিরন বেগমের। তাই বাধ্য হয়েই অন্যের বাড়িতে কাজ করে, ভিক্ষা করে সংসার চালাতে হয়। এক ছেলেকে নিয়ে সংসার চলে তার। এভাবেই জমি কেনার জন্য তিলেতিলে জমা করেছেন প্রায় এক লাখ টাকা।

শত কষ্ট করেও জমানো এই টাকা পুড়ে ছাই হয়ে গেছে নাজিরন বেগমের। গত বুধবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের দারাবাজ গাবতলা গ্রামের এই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

নাজিরন বেগম ও তার পরিবার, স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হঠাৎ করে বুধবার রাত ৮টার বাড়িতে আগুন লাগে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে তার আগেই বাড়ির ৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে জমি কেনা বাবদ বাড়িতে থাকা ১ লাখ টাকা,২টি ছাগল, ২০টি মুরগি, ২ মণ চাউল, কাপড়সহ বাড়ির অনেক আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

নাজিরনের স্বামী আরিফ হোসেন বলেন, আগুন লাগার সময় আমি বাড়ির বাইরে ছিলাম। আমার স্ত্রী নাজিরন বেগম তার মায়ের বাড়িতে ছিল। রাত ৮টার দিকে হঠাৎ শুনি বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে এসে ১৫-২০ মিনিটের মধ্যে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৪ লাখ টাকার মতো মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

নাজিরন বেগম জানান, আমি পরের বাড়িতে চেয়ে চেয়ে হাত পেতে নিয়ে আসি। এছাড়াও অন্যের বাড়িতে কাজ করে জমি কিনার জন্য এক লাখ টাকা জোগাড় করেছিলাম। কিন্তু সব আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। এখন আমি নিঃস্ব। শত কষ্টের উপার্জিত টাকা ও বাড়ির মালামাল সব শেষ হয়ে গেল।

রহনপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন মাস্টার আকবর আলী বলেন, আগুন লাগার পরে স্থানীয়রা ৭টা ৫৫মিনিটে ফায়ার সার্ভিসে আমাদেরকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

 

শেয়ার