Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

বাল্য বিয়ে ও যৌন নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাইকেল র‌্যালী

২৪ মার্চ, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ
বাল্য বিয়ে ও যৌন নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাইকেল র‌্যালী
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলায় বাল্য বিয়ে ও যৌন নির্যাতনের বিরুদ্ধে ৩০০ শিক্ষার্থীর সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১ টায় ভূমিহীন সমিতি ও বেসরকারি সংস্থা নিজেরা করি এর আয়োজনে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করার পর বাল্য বিয়ে ও যৌন নির্যাতনের বিরুদ্ধে শপথ গ্রহণের পর বিভিন্ন শ্লোগানের মধ্য দিয়ে অত্র উপজেলার নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় হতে পাকেরহাট শাপলা চত্বর দিয়ে খানসামা উপজেলা প্রেসক্লাবের সামনে বিরতি দিয়ে জমিরউদ্দীন শাহ সড়ক; বালিকা স্কুল অ্যান্ড কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আকবর আলী শাহ্ সড়ক; উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে বাল্যবিবাহ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য শেষে পাকেরহাট বাইপাস সড়ক দিয়ে পুনরায় নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

এসব অনুষ্ঠানে বাল্য বিয়ে ও যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতনতামুলক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুদ্দোহা মুকুল, নিজেরা করি সংস্থার বিভাগীয় সমন্বয়ক মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান সরকার, নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, জমিরউদ্দীন শাহ্ধসঢ়; বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান নিপুন শাহ্ধসঢ়; ও সহকারী অধ্যাপক জিতেন্দ্র নাথ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস, নিজেরা করি উপজেলা সমন্বয়ক কল্যাণী রায়, বিকাশ এনজিএর পরিচালক নুরল হক, ভ‚মিহীন সংগঠনের জয়ন্তী রাণী রায়, মাহাবুবার রহমান, বিমল চন্দ্র
রায়, রুমি বেগম প্রমুখ।

র‌্যালী শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুভূতি স্বতস্ফুর্ত ভাবে প্রকাশ করে সংক্ষিপ্ত আলোচনার পর সম্মিলিতভাবে একটি নারীবান্ধব গান পরিবেশিত হয়।

শেয়ার