Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সেটেলমেন্ট অফিসার মো. শামছুল আজম

২৪ মার্চ, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সেটেলমেন্ট অফিসার মো. শামছুল আজম
পঞ্চগড় প্রতিনিধি :

দিনাজপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ সচিব) মো. শামছুল আজম ২০২০-২০২১ সালের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরের অধীনে সারা দেশের জরীপ বিভাগের কর্মকর্তাগণের মধ্যে তিনি এই মনোনয়ন পান। এই মনোনয়নের জন্য পঞ্চগড় জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে তিনি আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১৬ নভেম্বর মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত গেজেটে জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ৩.৩ নির্দেশনার আলোকে ২০২০-২০২১ অর্থবছরে ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় দিনাজপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. শামছুল আজমকে মনোনীত করেন।

গত ২০ মার্চ ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরের (সংস্থাপন-১) মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামছুল আজম কর্মরত জীবনে ইতিপূর্বে একাধিকবার অনুরুপ শ্রেষ্ঠত্ব হওয়ার গৌরব অর্জন করেছেন। দিনাজপুর জোনে যোগদানের পরই জরীপ কাজের ব্যাপক উন্নতি সাধন করেছেন। তাঁর কর্মকালে করোনার সময়ে দিনাজপুর জরীপ বিভাগ ১৫ লাখ ৩০ হাজারের বেশি খতিয়ান অত্যন্ত কম খরচে অনলাইনে এট্রি করেছেন। দ্রুততম সময়ে বিনিময়কৃত ছিটমহলের জরীপ কাজ শেষ করেছেন। দিনাজপুর জরীপ বিভাগে তার নিরলস তদারকি ও সকলের সমন্বিত প্রচেষ্টার স্বীকৃতি স্বরুপ কর্মকর্তা হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেছেন।

দিনাজপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. শামছুল আজম বলেন, এই অর্জন আমার একার না। এটা গোটা জোনের। তবে এটা অর্জনের ফলে জোনের কর্মকর্তা-কর্মচারীরা আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করবে। কাজের এ ধারা অব্যাহত থাকবে আশা করছি।

শেয়ার