“বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় নানা আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস-২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৪মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ল্যাবের আয়োজনে র্যালি শুরু হয়ে পাকেরহাটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুলের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারগণ, এমটিইপিআই অশোক রায়, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী নুর ইসলাম, ল্যাম্বের টিবি কন্ট্রোল অফিসার জগদীশ চন্দ্র রায় এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ।