মাদারীপুর- শরীয়তপুর সড়কের চৌরাস্তা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আয়শা( ৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাএী প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার(২৪ মার্চ ) বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার মইষেরচর গ্রামের জাহাঙ্গীর মাদবরের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সুএে জানাযায়,আয়শা তার পিতার ভ্যানে চরে চৌরাস্তায় জাগরণী ফাউন্ডেশন কিন্ডার গার্টেন স্কুলে যাবার সময় চৌরাস্তা এলাকায় একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দিলে আয়শা ছিটকে মাইক্রোবাসের চাকার নিচে পরে গুরুতর জখম হয়। পরে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
মাদারীপুর থানার ওসি মোঃ কামরুল ইসলাম জানান,একটি মাইক্রোবাসের চাপায় আয়শা নিহত হওয়ার কথা শুনেছি। এখনো বাসটি আটক করা সম্ভব হয়নি।
পরিবারের দাবী, ওই মাইক্রোবাসে একজন মেজিস্ট্র্রেট ছিলেন।