ভোলার চরফ্যাশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের জম্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে বঙ্গবন্ধু আন্ত: ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৩ টায় দিকে চরফ্যাশন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আন্ত: ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দীন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পুলিশ
সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় আরো উপ ছিলেন কন্ঠশিল্পী লুইপা, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ প্রমূখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও ফুটবল টুনামেন্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বাধনী খেলায় অংশগ্রহন করেন চরমাদ্রাজ ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ওসমানগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় মোট ১৬ টি ইউনিয়ন অংশ গ্রহন করবেন।