Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

সৈকতে ভেসে এলো হাত-পা হীন মানুষের কঙ্কাল

২৪ মার্চ, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
সৈকতে ভেসে এলো হাত-পা হীন মানুষের কঙ্কাল
উখিয়া প্রতিনিধি :

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগরে ভেসে এসেছে একটি মানুষের কঙ্কাল। স্থানীয়দের ধারণা- ১৫ দিনের বেশি সময় আগে মারা যাওয়া মানুষের কঙ্কাল এটি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে কঙ্কালটি সৈকতের বালুচরে স্থানীয়রা দেখতে পাই। স্থানীয় জেলেরা সকালে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

জানা যায়, উদ্ধার করা কঙ্কালটির মাথা, হাত, পা কিছুই নেই। হাঁটু থেকে গলা পর্যন্ত শরীরের অংশ থাকলেও মাংসপেশী নেই। নিম্নাঙ্গে এক টুকরো সবুজ কাপড় দেখা যায়। এটি কার বা কোন বয়সের কিছুই পরখ করার মতো অবস্থা নেই বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম জানান, এই কঙ্কাল কোথা থেকে এসেছে জানা যায়নি। জেলেদের কাছ থেকে খবর পেয়ে সাগরতীরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। উদ্ধার করে কঙ্কালটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকেই দাফনের ব্যবস্থা করা হবে।

শেয়ার