Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

সিরাজগঞ্জে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

২৪ মার্চ, ২০২২ ৭:২২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে অগ্নিকান্ডে ব্যাপক  ক্ষতি
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার চর খোকশাবাড়ি গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে বসতবাড়ির ৩টি ঘর ভষ্মিভুত হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে ওই গ্রামের আস্তাহের আলীর বসবাড়িতে আগুন লাগে। স্থানীয় লোকজন ও ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৩টি ঘর, আসবাবপত্র ও নগদ ৩০ হাজার টাকাসহ উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশীদুল হাসান রশিদ মোল্লা বলেন, এ অগ্নিকান্ডের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্থরা আবেদন করলে প্রয়োজনীয় সহযোগীতা পাওয়া যাবে। ক্ষতিগ্রস্থ পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার