সিরাজগঞ্জ সদর উপজেলার চর খোকশাবাড়ি গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে বসতবাড়ির ৩টি ঘর ভষ্মিভুত হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে ওই গ্রামের আস্তাহের আলীর বসবাড়িতে আগুন লাগে। স্থানীয় লোকজন ও ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৩টি ঘর, আসবাবপত্র ও নগদ ৩০ হাজার টাকাসহ উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশীদুল হাসান রশিদ মোল্লা বলেন, এ অগ্নিকান্ডের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্থরা আবেদন করলে প্রয়োজনীয় সহযোগীতা পাওয়া যাবে। ক্ষতিগ্রস্থ পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে বলে তিনি উল্লেখ করেন।