Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

কলাপাড়ায় আইনজীবী সমিতি কমিটির সভা ও নৈশভোজ অনুষ্ঠিত

২৫ মার্চ, ২০২২ ১২:০০ অপরাহ্ণ
কলাপাড়ায় আইনজীবী সমিতি কমিটির সভা ও নৈশভোজ অনুষ্ঠিত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

কলাপাড়ায় আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও নৈশভোজ বুধবার রাতে বার ভবনে অনুষ্ঠিত হয়েছে।

আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিতস্থায়ী কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি।

অ্যাডভোকেট মো: সাইদুর রহমান ও আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জিপি অ্যাডভোকেট এম শাহাবুদ্দিন, সাধারন সম্পাদক ও এজিপি অ্যাডভোকেট মো: ফিরোজ আলম, প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির প্রমূখ। অতিথিবৃন্দ বার ভবনে এসে পৌঁছলে আইনজীবী নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের।

এসময় আইনজীবীদের পক্ষ থেকে স্বল্প পরিসরের ভাড়াটে ভবনে ফৌজদারী ও দেওয়ানী আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনায় বিচারপ্রার্থী মানুষ, আইনজীবী, বিচারক সহ আদালতের কর্মকর্তা-কর্মচারীদের দূর্ভোগের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো: দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি বলেন, আদালতের চলমান এ সমস্যা নিরসনে আমি আপনাদের সাথে নিয়ে আইনমন্ত্রীর সাথে দেখা করে এর সমাধান কল্পে উদ্দোগ নেবো। এছাড়া আমার বিশেষ বরাদ্দ থেকে ৫০ হাজার টাকা বারের উন্নয়নে দিয়েছি, আরও ১ লক্ষ টাকা দেয়ার ঘোষনা দিচ্ছি।

শেয়ার