চাঁপাইনবাবগঞ্জে অনুমোদনবিহীন গুদামে গ্যাস সিলিন্ডার রাখা, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মূল্য তালিকা প্রর্দশন না করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে এই জরিমানা করা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মেসার্স লুনা ট্রেডার্স ও মেসার্স জাহিদ ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে অনুমোদনবিহীন ও অনিরাপদ গুদামে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে মেসার্স লুনা ট্রেডার্সকে ১৫ হাজার টাকা এবং অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিক্রয়কেন্দ্রে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স জাহিদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।
সহকারী পরিচালক মো. আব্দুস সালাম বলেন, গ্যাস সিলিন্ডারে স্পর্শকাতর দাহ্য পদার্থের এলপিজি গ্যাস থাকে। অথচ মেসার্স লুনা ট্রেডার্স একটি গুদামে অনুমোদন নিয়ে আরেকটি অনিরাপদ জায়গায় গ্যাস সিলিন্ডার রেখেছিল। যেখানে আগুন নিভানোর জন্য কোন ব্যবস্থা নেই। এমনকি সেখানে গ্যাস সিলিন্ডার রাখার জন্য ফায়ার সার্ভিসের কোন অনুমোদন নেই। এই অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার নির্ধারণ গ্যাস সিলিন্ডারের দাম সর্বোচ্চ ১ হাজার ৩৯১ টাকা নেয়া যাবে। কিন্তু মেসার্স জাহিদ ট্রেডার্স ১৪০০ টাকা দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। এমনকি তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রর্দশন করা ছিল না। যা সম্পূর্ণভাবে নিয়ম পরিপন্থী। এ অপরাধে মেসার্স জাহিদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়৷ এছাড়াও রডের দোকানে অনুসন্ধানমূলক তদারকি করে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। এতে তাদেরকে সতর্ক করা হয় এবং রড ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাঁকা রশিদ সংরক্ষণের জন্য যথাযথ নির্দেশনা দেয়া হয় বলে জানান তিনি।