Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মিরসরাইয়ে শিক্ষা অফিসারের বিদায়

২৫ মার্চ, ২০২২ ১২:২৯ অপরাহ্ণ
মিরসরাইয়ে শিক্ষা অফিসারের  বিদায়
মিরসরাই (চট্রগ্রাম) প্রতিনিধি :

মিরসরাই উপজেলার সদ্য বিদায়ী শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরীকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছেন উপজেলার ১৯১ স্কুলের শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনায় প্রধান শিক্ষক নাছিমা আক্তারের উপস্থাপনায় ও উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাঈন উদ্দিন, সাংবাদিক মাহবুব রহমান পলাশ, বিপুল দাশ, এম মাঈন উদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী, শিক্ষক নেতা মফিজুল ইসলাম, তেতৈয়া নবতারা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টিটু নাথ, উপজেলা কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন রানা, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সাইফুদ্দীন মীর শাহীন, নুরুন নবী, সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান শাহীন প্রমুখ।

প্রসঙ্গতঃ গোলাম রহমান চৌধুরী ২০১৪ সালের ১৪ জুলাই মিরসরাইয়ে শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। ২০১৯ সালে তিনি চট্টগ্রাম বিভাগ ও জেলায় শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হন। বর্তমানে তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শেয়ার