২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নওগাঁর সাপাহারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম.পি।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: গোলাম রাব্বানী, সমাজসেবক নুরুল হক মাস্টার প্রমুখ ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ সেখানে উপস্থিত ছিলেন।