Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

কলাপাড়ায় ১১জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

২৬ মার্চ, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
কলাপাড়ায় ১১জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

কলাপাড়ায় অধ্যক্ষ এমএ রউফ মিয়া শিক্ষা কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ১১জন আদর্শ শিক্ষার্থীদেও ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার শেষ বিকেলে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারস্থ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বৃত্তি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪, কলাপাড়া আসনের সাবেক এমপি, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ এমএ রউফ মিয়া শিক্ষা কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান নিয়াজ এম ফেরদৌস।

প্রভাষক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার হাবিবুর বহমান মিলন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: মোসলেম উদ্দিন খলিফা, নীলগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: বাবুল মিয়া, খেপুপাড়া সিনিয়র মাদ্রাসারঅধ্যক্ষ মাওলানা মো: নাসির উদ্দিন, দৌলতপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: মোস্তাফিজুর রহমান, নাওভাঙ্গা ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খান মো: জিয়াউল ইসলাম হাবিব, আওয়ামীলীগ নেতা আ: রহমান তালুকদার, সাবেক ইউপি সদস্য জগৎ জীবন রায়, রাংলাভিশনের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব, পাখিমারা পিডি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী নিঝুম কর্মকার। এসময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক এস এম মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সরকারী এমবি কলেজের অধ্যাপক
আবু ইউসুফ, কলাপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জাকি হোসেন ঝুকুসহ, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার তার বক্তৃতায় বলেন, অধ্যক্ষ এমএ রউফ মিয়া সমন্বিত অনেক গুনের অধিকারী এবং সর্বোপরি একজন ভালো মানুষ ছিলেন, দৌলতপুর মাদ্রাসার অধ্যক্ষ থাকাকালীন সময়ে ধর্মীয় এ শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তার প্রিয় এ বিদ্যাপীঠের ফাইল বগলে করে তিনি শিক্ষা মন্ত্রানলয়ের বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে অনেকটা সময় ঘুরে বেড়িয়েছেন, সেসময় মন্ত্রী হিসেবে আমার সবটুকু দিয়ে তার শ্রমের মূল্য দিয়ে তাকে এ মাদ্রাসার ব্যাপারে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করেছি, আজ মাদ্রাসার উত্তোরত্তর সমৃদ্ধি ও উন্নতি দেখে মনে হচ্ছে তার ঘাম ঝড়ানো সকল প্রচেষ্টা সফল ও স্বার্থক হয়েছে।

এসময় তিনি আরো বলেন, অধ্যক্ষ এমএ রউ মিয়া শিক্ষা কল্যান ফাউন্ডেশন আয়োজিত আদর্শ শিক্ষার্থীদের বৃত্তি প্রদানমূলক এ কার্যক্রমের সাফল্য কামনা করেন দেশের বিভিন্ন বিদ্যাপীঠের মেধাবী, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সাহায্যার্থে আরো সামনের দিকে এগিয়ে যাক এ ফাউন্ডেশনটি এবং এ ফাউন্ডেশনের ভালো দিকগুলোর সুনাম ছড়িয়ে
পড়ুক সারাদেশে এ আশা ব্যত্ত করেন তিনি।

 

শেয়ার