হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্তব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়েছে।
শনিবার সকালে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানিক হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবির ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদ্যুৎ বিভাগ(পাওয়ার সেল) এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আনিছুর রহমান, ৯নং গন্তব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন আওয়ামীলীগে সাধারন সম্পাদক গাজী ওয়ালী উল্যাহ ও দাতা সদস্য আবুল খায়ের মজুমদার, সাবেক ছাত্রনেতা ইঞ্জিঃ নেছার পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, ফায়েল, জেলা ছাত্রলীগের উপ সম্পাদক ওমর ফারুক সুমন দর্জি, সদস্য ফারুক মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষকরা। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি তাফাজ্জল হোসেনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও মোনাজাত পরিচালনা করা হয়।