বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ (শনিবার) দুপুরে জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জেলার বিভিন্ন এলাকার ৪৫৯জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আশরাফ আলী খান খসরু এমপি।
নেত্রকোণার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, নেত্রকোনা পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম প্রমুখ।