Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

সেতুর বদলে পুকুর, পলাতক ঠিকাদার

২৭ মার্চ, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ
সেতুর বদলে পুকুর, পলাতক ঠিকাদার
কুষ্টিয়া প্রতিনিধি :

ব্যস্ততম পাকা সড়কের জরাজীর্ণ সেতু ভেঙে নতুন পিএসসি গার্ডার সেতু নির্মাণ করা হবে। কিন্তু সেতুর বদলে সড়কে বড় পুকুর কাটা হয়েছে। সেই পুকুরের মাটি দিয়ে জরাজীর্ণ বিকল্প সড়ক নির্মাণ করে পালিয়েছে ঠিকাদার। সেখানে নেই কোন সতর্কীকরণ সাইবোর্ড। নেই দুর্ঘটনা প্রতিরোধক ব্যবস্থা। তবুও প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবহন ও জনগণ।

সেতুটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলাধীন লালন বাজার – পান্টি বাজার সড়কের ঐতিহ্যবাহী পান্টি বাজারের ডাকুয়া নদীর উপর অবস্থিত।

স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের খবর নেই। অথচ সেতু থেকে সড়ক বিচ্ছিন্ন করে পুকুর কেটেছে। পুকুরের মাটি দিয়ে কোনমতে বিকল্প কাঁচা সড়ক নির্মাণ করে পালিয়েছে ঠিকাদার। এখন জনগণের ভোগান্তির শেষ নেই। ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাকুয়া নদীর দুইপার ঘেষে ঐতিহ্যবাহী পান্টি বাজার। উপজেলার দ্বিতীয় শহর বলা হয় পান্টিকে। উপজেলার চাদপুর, বাগুলাট, পান্টি ও যদুবয়রা ইউনিয়নের প্রায় লাখো মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। এছাড়াও পার্শ্ববর্তি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার একাংশ কুষ্টিয়া শহরের সাথে যোগাযোগ রক্ষা করে এই সড়ক।

কিন্তু গুরুত্বপূর্ণ সেতুটি নতুন করে নির্মাণের জন্য সড়ক কেটে ফেলে পালিয়েছে ঠিকাদার। যোগাযোগ রক্ষার জন্য কাটা সড়কের মাটি দিয়ে জরাজীর্ণ বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে। এতে চলাচলে ব্যাপক ভোগান্তি বেড়েছে। তবে সেখানে নেই কোন সতর্কীকরণ সাইবোর্ড। নেই দুর্ঘটনা প্রতিরোধক ব্যবস্থা।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্রে জানা গেছে, পান্টি বাজার এলাকায় ডাকুয়া নদীর ওপর প্রায় ৮১ মিটার পিএসসি গার্ডার ব্রিজের অনুমোদন দেয় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। যার চুক্তিমূল্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি ৭২ লক্ষ ৬১ হাজার টাকা। ইটেন্ডারের মাধ্যমে কাজটি করার অনুমোদন পাই কুষ্টিয়ার ত্রিমোহনীর ডন-রুমানা (জেডি)। চুক্তি অনুয়ায়ী ২০২১ সালের ১৭ আগষ্ট কাজ শুরু হয়ে শেষ করা কথা রয়েছে চলতি বছরের ৩০ ডিসেম্বর।

আরও জানা গেছে, গত ১৬ মার্চ ঠিকাদার সেতু নির্মাণের জন্য বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু সেতু ভাঙা হয়েছে বা সেতু থেকে সড়ক বিচ্ছিন্ন করা হয়েছে তা জানেনা উপজেলা প্রকৌশলী।

সরেজমিনে সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সেতু থেকে পাকা সড়কটি কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। দাঁড়িয়েছে সেতুটি। নদীর ভিতরে একটা বিকল্প মাটির সড়ক নির্মাণ করা হয়েছে। সেখানে নেই কোনো সতর্কীকরণ সাইনবোর্ড। নেই দুর্ঘটনা প্রতিরোধক ব্যবস্থা। ঠিকাদার, শ্রমিক ও প্রকৌশলী কার্যালয়ের কাউকে দেখা যায়নি। চরম ভোন্তিতে চলাচল করছে জনগণ ও যানবাহন।

এবিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা রহমত আলী বলেন, ডাকুয়া নদীর কুলঘেষে ঐতিহ্যবাহী পান্টি বাজার। বাজারের জন্য সেতুটি খুব গুরুত্বপূর্ণ। এখন সেতু নির্মাণের কথা বলে সড়ক কেটেছে ঠিকাদার। কিন্তু কাজের খোঁজ নেই এখন ভোগান্তির শেষ নেই।

পান্টি বাজারের ব্যবসায়ী আজম খান বলেন, চলাচলের জন্য যে রাস্তা করেছে ঠিকাদার। তা দিয়ে এখনই চলাচল করা যাচ্ছেনা। বৃষ্টি হলে তো চলাচল বন্ধ হয়েছে যাবে।

সেতুর সাথেই চা বিক্রেতা মোতালেব আলী। তিনি বলেন, শুক্রবারে সাপ্তাহিক হাট পান্টি। হাজার হাজার মানুষ চলাচল করে সেতু দিয়ে। কিন্তু ঠিকাদার সড়ক কেটে কাজ না করে পালিয়েছে। এখন মানুষের দুর্ভোগ দেখার লোক নেই।

পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন বলেন, পান্টি একটি ঐতিহ্যবাহী ও পুরাতন বাজার। বাজারের জন্য সেতুটি গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে সেতুটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু নির্মাণাধীন সেতুর কাজ জনগণের চরম ভোগান্তি বাড়িয়েছে। আমরা দ্রুত বাস্তবায়ন চাই।

এবিষয়ে ঠিকাদার ফারুক আহমেদের মুঠোফোনের একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, সেতু নির্মাণের জন্য বিকল্প সড়ক নির্মাণের কাজ চলছে। কিন্তু সেতু ভাঙা বা সেতু থেকে সড়ক বিচ্ছিন্নের বিষয়ে আমার জানা নেই। তিনি আরো বলেন, সেতু দ্রুত নির্মাণের জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছে।

শেয়ার