দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকেলে নিজের নির্মাণাধীন বাড়িতে বিদ্যুতিক সংযোগের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বাবুল উপজেলার বেপারীটোলা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। বাবুল তার নিজের বাড়িতে ইলেকট্রিকের কাজ নিজেই করার সময় বিদ্যুতায়িত হয়। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, বাবুল তার নির্মাণাধীন বাড়িতে ইলেক্ট্রিকের কাজ নিজেই করছিল। এ সময় অসাবধানবশত শরীরে কারেন্টের তার জরিয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্ত না করার জন্য আবেদন করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে জনপ্রতিনিধির মাধ্যমে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।