জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও মুজিব বর্ষের সমাপনি অনুষ্ঠানে আয়োজিত ৬ দিনব্যাপী লোকজ মেলা শেষ হয়েছে।
শনিবার (২৬ মার্চ) মেলার শেষ দিনে বিকাল থেকেই মেলা প্রাঙ্গনে ভীড় করে শিশু নারীসহ নানা বয়সের মানুষ। ৩০ টি জেলার ১০০টি ষ্টলে প্রদর্শিত জেলা ব্রাডিং পণ্যসহ চারু ও কারু শিল্পের প্রদর্শিত বিভিন্ন পণ্য কিনেন ক্রেতারা। মেলা প্রঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। মেলায় আগত দর্শনীদের আনন্দ দিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের ৬৪ জেলার সংস্কৃতি তুলে ধরে গান ও নাচ পরিবেশন করেন শিল্পরা। দর্শনার্থীদের আনন্দ অ্যাক্রোবেটিক শো প্রদর্শিত হয়। এছাড়া মুজিব বর্ষে আকাশ রঙ্গীন হয়ে ওঠে আঁতশ বাজির ঝলকানিতে। মন্ত্র মুগ্ধের মত আঁতশবাজির ঝলকানী দেখেন দর্শনার্থীরা।
মেলায় আসা প্রসিদ কুমার দাস ও সজল সরকার বলেন, টুঙ্গিপাড়ায় লোকজ মেলা হওয়ায় আমরা অনেক খুশি। আন্তর্জাতিক মানের এমন একটি মেলা আমরা উপভোগ করতে পারবো কখনো ভাবিনি। এমন মেলা আগামীতেও আয়োজনের দাবী জানায়।
দর্শনার্থী পাপিয়া সেন ও জান্নাতুল ফেরদৌস অন্তরা বলেন, এ মেলায় আসতে পেরে আমরা খুব খুশি হয়েছি। বিশেষ করে দেশের বিভিন্ন জেলার সংস্কৃতি নিয়ে গান ও নাচ পরিবেশন করায় তাদের সংস্কৃতি জানাতে পেরেছি। এর মধ্যে অ্যাক্রোবেটিক শো ছিল অন্যতম। এই প্রথম অ্যাক্রোবেটিক শো দেখলাম।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর সমাপনি অনুষ্ঠানে একটি ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন করা হয়েছে। যা মুজিবপ্রেমিদের মধ্যে সারা ফেলেছে। প্রতিদিন মানুষ এ মেলা উপভোগ করেছেন, সেই সাথে দেশের ইতিহাস ও ঐতিহ্য জানতে পারছেন। শুধু গোপালগঞ্জ নয় আগামীতেও দেশের বিভিন্ন স্থানে এমন মেলা আয়োজন করার আশা প্রকাশ করেন তিনি।