নরসিংদীর রায়পুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আজহার মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছে। এসময় অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (২৭ মার্চ) ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা থানার এসআই রাকিবুল হালিম।
নিহত আজহার মিয়া গৌরিপুর গ্রামের মৃত আয়দার আলী মিয়ার ছেলে। সে মালবাহী নৌকায় মাঝির কাজ করতো বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মুছাপুর গ্রামের পাঠান বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে দ্বন্দ চলে আসছে। আগেও দু’গ্রপের মধ্যে একাধিকবার সংঘর্ঘ, হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। শনিবার কথা কাটাকাটির জেরে ভোররাতে এক দল অন্য দলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় রবিবার ভোরে পাঠান বাড়ী সমর্থক আজহার নিহত হয়। এসময় অন্তত ৫ জন আহত হয়।
রায়পুরা থানার ওসি তদন্ত গৌবিন্দ সরকার জানান, গ্রামবাসীর সংঘর্ষে ১ জন মারা গেছে। পরবর্তি সহিংসুতা এড়াতে এলাকায় পুলিশ রয়েছে।