নোয়াখালীতে ভুয়া ও জাল কাগজপত্র দেখিয়ে সোনালী ব্যাংক থেকে এসএমই লোন নেয়ার অপরাধে মো: হানিফ নামে এক ব্যক্তিকে ভিন্ন দুটি ধারায় অভিযুক্ত করে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ওই ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড ও করা হয়।
রোববার (২৭ মার্চ) দুপুরে আসামির উপস্থিতিতে সিনিয়র জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মো. আবুল কাশেম। দণ্ডপ্রাপ্ত মো. হানিফ ফেনী জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের সুজা মিয়ার ছেলে।
দুদক নোয়াখালী সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মো: হানিফ নিজেকে ফেনী জেলার ‘বাথানিয়া ডেইরি ফার্মের’ স্বত্তাধিকারী দাবী করে ভুয়া ও জাল কাগজপত্র তৈরী করে সোনালী ব্যাংকের মহিপাল শাখা থেকে ৪ লাখ টাকার এসএমই লোন মঞ্জুর করে এবং তা থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা তার নিজ একাউন্টে স্থানান্তর করে তা আত্মসাৎ করে। বাস্তবে ‘বাথানিয়া ডেইরি ফার্ম’ নামে কোন কিছুর অস্তিত্ব নেই। এ বিষয়ে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর মো. হানিফকে অভিযুক্ত করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে দুদক।
পিপি মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।