Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

নেত্রকোণায় ১৫ বোতল ভারতীয় মদসহ ডিবির হাতে আটক ৩

২৭ মার্চ, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
নেত্রকোণায় ১৫ বোতল ভারতীয় মদসহ ডিবির হাতে আটক ৩
নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এ ঘটনায় ডিবি পুলিশ স্বামী-স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে। গত ২৬ শে মার্চ (শুক্রবার) এসব অভিযান চালানো হয়।

ডিউটি অফিসার হরিপদ পাল জানান, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার কানিয়াইল এলাকায় এসআই নাফিজুল ইসলাম, এএসআই সোহেল রানা ও এএসআই আরিফ আহমেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৭ বোতল ভারতীয় মদসহ প্রদ্যুত অঞ্জন দাস(৪২) নামক একজনকে আটক করে। সে ঐ এলাকার প্রাণেশ দাসের ছেলে।

অপর আরেক ঘটনায় ডিবির একই দল জেলা শহরের কাটলী এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৮ বোতল ভারতীয় মদসহ শ্রাবণ(২৪)-রিমা(২১) দম্পতিকে আটক করেছে। আটক শ্রাবণ ময়মনসিংহের মাসকান্দা, তারাকান্দা থানার মো:বণিকের ছেলে।

অপরদিকে রিমা কিশোরগঞ্জের হোসেনপুরের শিধলা এলাকার দিলীপের মেয়ে। তারা উভয়ে কাটলী এলাকার জনৈক ফজলুর রহমানের বাসায় ভাড়া থাকতেন।

ডিবির পরিদর্শক(ওসি)রফিকুল ইসলাম জানান,’ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।’

 

শেয়ার