জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের ন্যায় নোয়াখালীতে চলছে করোনার টিকার বিশেষ ক্যাম্পেইন দ্বিতীয় ডোজ প্রদান। জেলার মোট ৯টি উপজেলা ও ৮টি পৌরসভার ৩০০টি কেন্দ্রে চলছে এ কার্যক্রম, যা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। প্রথম ডোজ নেওয়ায় সাড়ে ৩লাখ ব্যক্তিকে দেওয়া হবে দ্বিতীয় ডোজ টিকা।
সোমবার সকাল ৯টা থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়’সহ ৩০০টি কেন্দ্রে এক যোগে শুরু হয় এ ক্যাম্পেইন। সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে মানুষে ভিড় ছিলো চোখে পড়ারমত। টিকা দিতে পারায় আগ্রহীরা খুঁশি হলেও গরমের কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় অস্বস্তি প্রকাশ করছেন অনেকে। আগ্রহীদের দাবী স্ব-স্ব এলাকায় থাকা বিদ্যালয়গুলোকে টিকা কেন্দ্র করলে নির্দিষ্ট কেন্দ্রে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার কষ্টটা কমে যেতো।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলার স্থায়ী টিকা কেন্দ্রগুলোর পাশাপাশি জনপ্রতিনিধিদের সহযোগিতায় মোট ৩০০টি টিকা কেন্দ্রে চলছে টিকাদান। এ বিশেষ ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন শুধু তাদের আইডি কার্ডের ভিত্তিতে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। পরবর্তীতে ১৮ বছরের ওপরে যারা প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিবেন চার মাস পর তাদের মোবাইলে মেসেজ না আসলেও তারা এসব কেন্দ্রে বুস্টারডোজ টিকা নিতে পারবেন।