Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২৮ মার্চ, ২০২২ ২:০১ অপরাহ্ণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
নোয়াখালি প্রতিনিধি :

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে বৈদ্যুতিক মটরের মাধ্যমে ধান ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিরাজ মাঝি (৪৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আন্ডারচর ৬নং ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিরাজ মাঝি ওই গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় শান্তিরহাট বাজারে মুদি ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) খুরশিদ আলম ক্বারী বলেন, সকালে দোকান থেকে বাড়িতে যান মিরাজ মাঝি। পরে বাড়ির পাশ্ববর্তী ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য যান তিনি। এসময় বৈদ্যুতিক মটর দিয়ে ক্ষেতে পানি দেওয়ার সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মিরাজ। পরে স্থানীয়রা তাকে ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার