ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কমিটি গঠন ছাড়াই বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর হওয়া এ সম্মেলনে কমিটি না হওয়ায় পদপ্রত্যাশীরা হতাশ হয়েছেন। ২৭ মার্চ রোববার রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৭ সালে উপজেলা বিএনপির সম্মেলন হয়। তখন আইনুল হক সভাপতি ও আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁদের নেতৃত্বে গঠিত কমিটিই পাঁচ বছর দায়িত্ব পালন করে আসছেন। রোববার সম্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে পদ নিয়ে নেতাদের মধ্যে সমঝোতা না হওয়ায় সম্মেলন স্থগিত করে জেলা বিএনপি।
আইনুল হকের সভাপতিত্বে বেলা দুইটার দিকে সম্মেলনের প্রথম পর্ব শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. জাহিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।
দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশীদের নাম আহ্বান করে জেলা কমিটি। সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সহসভাপতি মনজুরুল আলম প্রার্থী হন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন জেলা বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মাহমুদুন নবী বিশ্বাস, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নুর নবী। সাংগঠনিক সম্পাদক
পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল মজুমদার ও উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান প্রার্থিতা ঘোষণা করেন।
এক পদে একাধিক প্রার্থী হওয়ায় পদপ্রত্যাশীদের নিজেদের মধ্যে সমঝোতা করে একক প্রার্থী নির্বাচনের প্রস্তাব দেয় জেলা বিএনপি। প্রস্তাব পেয়ে শুধু সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশী মিজানুর রহমান নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। কিন্তু সেই পদে আরও দুজন প্রার্থী থেকে যায়। এ ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় কমিটি গঠন করতে গিয়ে বিপাকে পড়ে জেলা বিএনপি।
সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের অভিযোগ, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মনজুরুল আলমকে ডেকে সভাপতি পদ থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তখন মনজুরুল আলম ক্ষোভে ফেটে পড়েন এবং একপর্যায়ে সম্মেলনস্থল ছেড়ে চলে যান। কিন্তু শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সম্মেলন স্থগিত ঘোষণা করেন। ফলে কোনো কমিটি গঠন ছাড়াই সম্মেলন শেষ হয়েছে।