টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় ঝিনাই নদীতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
বাসাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন জানান, প্রশাসনের নির্দেশ অমান্য করে ভুমিদস্যুরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও আমজাদ খান নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।