Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

সচিবকে মারধরের দায়ে চেয়ারম্যান কারাগারে

২৮ মার্চ, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
সচিবকে মারধরের দায়ে চেয়ারম্যান কারাগারে
খুলনা প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলার ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: ইকবাল হোসেনকে মারপিটের ঘটনায় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ আটক হয়েছে। তার বিরুদ্ধে ইউপি সচিব মামলা করার পর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

ঘটনার এক সপ্তাহ পরে সচিব ইকবাল হোসেন বাদী হয়ে সোমবার সকালে কয়রা থানায় মামলা করেন। মামলায় চেয়ারম্যানসহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলা নম্বর ১৬। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার এসআই সোহাইল।

এস আই সোহাইল বলেন-আমরা সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করছি। তার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়। তিনি বলেন, গতকাল সকালেই তার বিরুদ্ধে মারপিটের অভিযোগ এনে মামলা করেন ইউপি সচিব ইকবাল। এর আগে চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার ৬৮ ইউনিয়নের সচিব ও হিসাব সহকারীরা কর্মবিরতি পালন করেছেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। তাছাড়া ২৩ মার্চ খুলনা প্রেসকাবে সচিব সমিতি খুলনার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

অপরদিকে, এ ঘটনাটি রাজনৈতিক প্রতিপরে অপপ্রচার দাবি করে কয়রা প্রেসকাবে ২৩ মার্চ বিকেলে সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ।

উল্লেখ্য, গত ২১ মার্চ সন্ধ্যায় সচিবকে পরিষদের একটি কক্ষে আটকে রেখে চেয়ারম্যান মাহমুদ বেধড়ক মারধোর করেন বলে অভিযোগ ওঠে। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ওসি তাৎক্ষণিক পরিদর্শনে আসেন।

শেয়ার