Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

পেটে থাকা হাড় প্রতিস্থাপিত হলো আকিবের মাথায়

২৮ মার্চ, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ
পেটে থাকা হাড় প্রতিস্থাপিত হলো আকিবের মাথায়
দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবের মাথার খুলির একটি অংশ (হাড়) প্রতিস্থাপন করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রায় সাড়ে ছয় ঘণ্টার এ অস্ত্রোপচার শেষ হয় বিকাল সাড়ে তিনটায়।

অস্ত্রোপচার শেষে ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, আমরা সফলভাবে অপারেশন শেষ করেছি। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ ঘণ্টা সময় লেগেছে। আকিব ভালো আছে। সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি গ্রামের বাড়ি কুমিল্লা থেকে চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয় চমেক এমবিবিএস ৬২তম ব্যাচের শিক্ষার্থী মাহাদি জে আকিবকে। মঙ্গলবার পর্যন্ত চিকিৎসকরা তার শারীরিক অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

গত বছরের ৩০ অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের অক্টোবরে চমেক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে আকিবকে কলেজের সামনের রাস্তায় এক পক্ষ হামলা করে। এতে তার মাথা ফেটে যায়। পরে আকিবকে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর নিউরোসার্জারি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে আকিবের মাথার ফেটে যাওয়া খুলির একটি অংশ খুলে তার পেটের চামড়ার নিচে রাখা হয়। গত ১৮ নভেম্বর আকিব বাড়ি ফেরেন।

কুমিল্লার স্কুল শিক্ষক গোলাম ফারুক মজুমদারের দুই সন্তানের মধ্যে মাহাদী জে আকিব (২১) ছোট। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শেয়ার