পঞ্চগড় সরকারি মহিলা কলেজে নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (২৯ মার্চ) কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মো. নাজমুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পঞ্চগড় এম আর সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক হাসনুর রশীদ বাবু, নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক মো. মোয়াজ্জেম হোসেন সরকার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নজির হোসেন মিঞা, সহযোগী অধ্যাপক জান্নাতুন নাহার, সহকারী অধ্যাপক খাদেমুল ইসলাম, মো. গোলাম কিবরিয়া, প্রভাষক জিন্নাত উল ইসলাম, দ্বাদশ শ্রেণীর শিক্ষ্থর্াী মাঈশা সরকার, একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাদিহা ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।
প্রথমে গানের সুরে ফুল ছিটিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।