সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহল নামক পাঁচতলা আবাসিক ভবনটি ছিলো প্রাণবন্ত। ৪২টি পরিবারের সদস্যরা বসবাস করতেন সে বাড়িতে।
২০১৭ সালে আকস্মিক জঙ্গিবিরোধী এক অভিযানে ধ্বংসস্তুপে পরিণত হয় বাড়িটির একাংশ। সিলেটের আতিয়া মহল নিয়ে আলোচনা হয় দেশ-বিদেশে। তবে সংস্কার কাজের পর ফের প্রাণচাঞ্চল্য ফিরেছে ভবনটিতে। নতুনদের পাশাপাশি পুরোনো ভাড়াটিয়াদের অনেকে ফিরেছেন ভবনে। আতিয়া মহলের জানালা, দরজা, গ্রিল, দেয়াল মেরামত করা হয়েছে, পড়েছে রংয়ের প্রলেপ। বিস্ফোরণে উড়ে যাওয়া প্রধান ফটকটি পড়ে আছে ভবনের একপাশে। ফটক ছাড়া পুরোনো সব ক্ষতই এখন অদৃশ্য।
আতিয়া ভবনের একটি ফ্ল্যাটে জঙ্গি রয়েছে- এমন তথ্যে ২০১৭ সালের ২৩ মার্চ রাতে শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। পুলিশ-র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর টিম যোগ দেয় এ অভিযানে। টানা ১১১ ঘণ্টা অভিযানের পর আতিয়া মহল থেকে উদ্ধার করা হয় জঙ্গি পরিচয়ের চারজনের মরদেহ। সে সময়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সিলেটে।
এ ঘটনায় র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, দুই পুলিশ সদস্যসহ মোট ৭ জন নিহত হন। অভিযানে গুলি ও বোমার বিস্ফোরণে আতিয়া মহল ক্ষতিগ্রস্ত হয় চরমভাবে।
বিস্ফোরণের মামলায় আদালতে দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেনেড হামলার হোতা ছিল তিনজন। পৃথক অভিযানে তারা সবাই নিহত হওয়ায় মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এই ঘটনায় বিচারের মুখোমুখি করার মতো আসামি কেউ নেই। এই মামলাটি সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন বলে জানিয়েছেন সিলেটের সরকারি কৌঁসুলি নিজাম উদ্দিন।
নতুন করে আতিয়া মহলে উঠা বাসিন্দাদের মধ্যে কয়েকজন জানান, দীর্ঘ সময় পরও তাদের তাড়িত করে ২০১৭ সালের ২৩ মার্চের ভয়াল স্মৃতি। তবে নতুন ভাড়াটিয়ারা অনেকে জানেন না সে সময়ের ঘটনা। পুরোনো ভাড়াটিয়াদের মধ্যে ৪টি পরিবার ফিরেছে এ ভবনে। আতিয়া মহলের মালিক উস্তার মিয়া থাকেন পাশের আরেকটি বাড়িতে। জঙ্গিবিরোধী অভিযানের পর তাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জিঙ্গাসাবাদের মুখে পড়তে হয়েছে কয়েক দফায়। বিস্ফোরণে ক্ষতবিক্ষত ভবন নিয়ে ছিলেন উদ্বিগ্ন।
উস্তার মিয়া বলেন, ‘ঘটনার প্রায় ৩ মাস পর ভবনটি বুঝিয়ে দেয়া হয়। তখন ভবনটি অনেকটা ধ্বংসস্তূপের মতো ছিল। এরপর প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করেছি।আগেও সব ভাড়াটিয়ার ভোটার আইডির ফটোকপিসহ তথ্য রাখতাম, এখন আরও সতর্ক। ভালোভাবে যাচাই না করে ভাড়াটিয়া তুলছি না। থানাতেও জমা দেয়া হয় তাদের তথ্য। ঘটনার পর থেকে পুলিশের টহল বেড়েছে আতিয়া মহলের চারপাশে।