মাগুরা জেলার মহম্মদপুরে একই পাড়ায় বাড়ি হওয়ায় দশম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তিন যুবক। সোমবার বিকালে কানুটিয়া আব্দুল আলা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উত্তর মৌশা গ্রামের কালাম মুন্সি ওরফে নাসির উদ্দিন মুন্সির ছেলে কানুটিয়া আঃ আলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাশরাফি মর্তুজা (১৪) সোমবার বিকালে ঐ স্কুলেই প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে স্কুলের গেট দিয়ে বের হওয়ার সময় আতর্কিত ভাবে মাইজপাড়া গ্রামের আজম সরদারের ছেলে পাপ্পু সরদার (১৮), শরিফুল সরদারের ছেলে সাইমুন সরদার (১৯) ও পিতা অজ্ঞাত, মায়ের পরিচয়ে পরিচিত জাকিরনের ছেলে আকাশ৷ (১৮) মাশরাফিকে মারধর করে। পরে স্থানিয়দের সহায়তায় তাকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তর মৌশা গ্রামের জামাল শেখের ছেলে ইমন শেখের (১৭) সাথে পাপ্পু, সাইমুন ও আকাশের সাথে কানুটিয়া স্কুল মাঠে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পর মুহুর্তে মাশরাফি স্কুলের গেট দিয়ে বের হওয়ারে সময় পিটিয়ে তাকে আহত করে।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরামুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।