Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মাগুরায় স্কুলছাত্রকে পিটিয়ে গুরুতর জখম

২৯ মার্চ, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
মাগুরায় স্কুলছাত্রকে পিটিয়ে গুরুতর জখম
মাগুরা প্রতানিধি :

মাগুরা জেলার মহম্মদপুরে একই পাড়ায় বাড়ি হওয়ায় দশম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তিন যুবক। সোমবার বিকালে কানুটিয়া আব্দুল আলা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উত্তর মৌশা গ্রামের কালাম মুন্সি ওরফে নাসির উদ্দিন মুন্সির ছেলে কানুটিয়া আঃ আলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাশরাফি মর্তুজা (১৪) সোমবার বিকালে ঐ স্কুলেই প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে স্কুলের গেট দিয়ে বের হওয়ার সময় আতর্কিত ভাবে মাইজপাড়া গ্রামের আজম সরদারের ছেলে পাপ্পু সরদার (১৮), শরিফুল সরদারের ছেলে সাইমুন সরদার (১৯) ও পিতা অজ্ঞাত, মায়ের পরিচয়ে পরিচিত জাকিরনের ছেলে আকাশ৷ (১৮) মাশরাফিকে মারধর করে। পরে স্থানিয়দের সহায়তায় তাকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তর মৌশা গ্রামের জামাল শেখের ছেলে ইমন শেখের (১৭) সাথে পাপ্পু, সাইমুন ও আকাশের সাথে কানুটিয়া স্কুল মাঠে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পর মুহুর্তে মাশরাফি স্কুলের গেট দিয়ে বের হওয়ারে সময় পিটিয়ে তাকে আহত করে।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরামুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার