Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

রংপুরে ছাত্রলীগ নেতার উপর হামলা আটক ৩

২৯ মার্চ, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
রংপুরে ছাত্রলীগ নেতার উপর হামলা আটক ৩
রংপুর প্রতিনিধি :

রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম আলিফের উপর হামলার ঘটনায় ৩ বহিরাগতকে দেশিয় অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, ফেরদৌস ইসলাম তিতাস, রজব আলী রিয়াদ ও অমিত। ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে কলেজ শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে লালবাগ এলাকায় ক সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। আহত আলিফ কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ- প্রার্থী।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি নাজমুল কাদেও জানান, মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে ঘুরতে আসা দুজন শিক্ষার্থীকে হয়রানি ও মারধর করে তাদের কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্থানীয় বহিরাগত বেশ কয়েকজন যুবক।

এ সময় ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম আলিফসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী বিষয়টি জানতে চাইলে বহিরাগতরা তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে বহিরাগতরা তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালায়। এ সময় বহিরাগতদের চাপাতির আঘাতে গুরুতর আহত হয় আলিফ।

ছাত্রলীগে কর্মীরা বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানালে তিনি ৯৯৯ ফোন দিয়ে পুলিকে জানালে পুলিশ ঘটনাস্থল এসে আটক বহিরাগত ৩ যুবককে ধওে থানায় নিয়ে আসে।

ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম আলিফের উপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এর পর তারা লালবাগ এলাকায় সড়ক অবরোধ করে রাখে । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন জানান, বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে যাতে ক্যাম্পাসে এ ধরণের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। আটকের বিষটি নিশ্চিত করেন তাজহাট থানার ডিউটি অফিসার আব্দুর রউফ।

শেয়ার