রাজবাড়ীর গোয়ালন্দে এক পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রাবাহী বাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় অজ্ঞাত (৪০) ওই নারী পথচারী মারা গেছেন এবং দুই গাড়ির চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ ফিড মিল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার জানান, দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়াগামী কেবি ডিলাক্স অয়ন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ( ফরিদপুর-ব-০২-০০০৫) গোয়ালন্দ ফিড মিল এলাকায় পৌঁছালে সেখান দিয়ে এক নারী মহাসড়ক পার হতে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারী পথচারীকে চাপা দিলে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাকের (যশোর-ট-১১-৪৮২৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই নারী পথচারী মারা যান।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালকসহ বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কয়েকজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কয়েকজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং গাড়ি দু’টি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে বলেও জানান সার্জেন্ট জয়ন্ত সরকার।
এদিকে, এ দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।